রাজশাহীর পবায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ১ যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক আসামী রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর গ্রামের মুঞ্জুর হোসেন সেন্টুর ছেলে মারুফ হাসান (২৪)। দিনি দামকুড়া থানার হরিপুর খৈরার ধার এলাকায় গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক হয়।
পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের
ভিত্তিতে জানতে পারে পবা উপজেলার দামকুড়া থানার হরিপুর খৈরার ধার এলাকায় একজন ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে ডিবি পুলিশের ওই টিম সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে জাকিরকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর