নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা উপজেলার বাগসারা এলাকায় আমের উত্তম কৃষি পদ্ধতি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাগসারা এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবা উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মুনজুরে মাওলা। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপন রায়, এসএনবির জেলা সমন্বয়কারী এবিএম সাইদুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, উপ সহকারী কৃষি অফিসার তৈয়ব আলী। প্রদর্শনীর বক্তব্য দেন চাষী সাইফুর রহমান শ্যামা। অনুষ্ঠানটি পরিচালনা করেন, এসএনবির মুখলেসুর রহমান। অনুষ্ঠানে বাগসারা এলাকার আম চাষীরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে