২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে র্যাবের কাছে নাশকতা, হামলা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো তথ্য নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
বুধবার (২২ জুন) দুপুরে পদ্মা সেতু উদ্বোধনের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। র্যাবের গোয়েন্দা, সাইবার মনিটরিংসহ অন্যান্য বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেন, নাশকতাসহ যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় র্যাবের প্রতিটি টিম সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। ইতোমধ্যে পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে গুজব, উসকানিমূলক তথ্য প্রচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
র্যাব মহাপরিচালক বলেন, সারাদেশে র্যাবের সাইবার টিম তৎপর রয়েছে। কেউ কোনো ধরনের অপরাধ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। শুধু পদ্মা সেতু নয়, সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিএ/