খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রাজবাড়ীর পদ্মা নদীর জৌকুড়া ঘাট থেকে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক মাঝির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক। তিনি রাজবাড়ী সদরের চন্দনী ইউনিয়নের হাট বাড়িয়া গ্রামের অছিমদ্দিনের ছেলে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম গণমাধ্যমকে জানান, শনিবার রাত চারটার দিকে পদ্মা নদীর জৌকুড়া ঘাট এলাকায় পরে নিখোঁজ হলেও ফায়ার সার্ভিস খবর পায় শনিবার ভোর ছয়টার দিকে। পরে ঘটনাস্থলে গিয়ে পাটুরিয়া ঘাটের ফায়ার সার্ভিসের ডুবরি দল স্থানীয়দের সহায়তায় জৌকুড়া ঘাটের ১০০ মিটার ভাটিতে ওই নিখোঁজ মাঝি আব্দুর রাজ্জাকের মরদেহ উদ্ধার করে।
চন্দনী ইউনিয়নের চেয়ারম্যান ভিপি সিরাজুল আলম চৌধুরী জানান,ওই মাছ ধরা নৌকার মাঝি ছিল মৃত রাজ্জাক। চেয়ারম্যান মৃত রাজ্জাকের চাচা শ্বশুর ধাওয়াপাড়া আক্কাস আলী যিনি রাতে ওই মাছধরা নৌকায় ছিলেন। রাতে রাজ্জাক মাছধরা নৌকার হাল ধরা ছিলেন। এ সময় হঠাৎ বাতাস হলে রাজ্জাক হালের বাড়ি লেগে নদীতে পরে যায়। এসময় অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে ভোরে থানায় ও ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি নামিয়ে তল্লাশি করে মরদেহ উদ্ধার করে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।