নাটোরের লালপুরে পদ্মা নদীতে রিয়াজ আলী নামের এক জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ওজনের পাঙ্গাশ মাছ। মাছটি রবিবার লালপুর বাজারে তোলা হলে ১০ হাজার টাকায় তা বিক্রয় করা হয়।
জেলে রিয়াজ আলী জানান, রবিবার (২০ জুন) সকালে উপজেলার পদ্মা নদীর রাইটা ঘাটে বেড় ( নেট) জালে মাছটি ধরা পড়ে। মাছটি লালপুর বাজারে ভাই ভাই মাছের আড়তে নিয়ে আসলে রয়েল আলী নামক এক মাছ ব্যবসায়ী তা ১০ হাজার টাকায় তা কিনে নেন।
এস/আর