রাজশাহীর গোদাগাড়ীত পদ্মানদী হতে ৭১ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ ধরা পড়েছে। রোববার (২০জুন) দুপুরে পদ্মানদীতে মাছ ধরার সময় গোদাগাড়ীর হরিশংকরপুর ঘাটে জেলে হবি, দুরুল, মান্নান ও খোশ মোহাম্মদ এর জালে ধরা পড়ে এই বাঘাইড় মাছ।
এটি এলাকায় এ বছরে ধরা সর্বোচ্চ ওজনের কোনো মাছ ধরা পড়লো বলে এলাকাবাসী দাবি করেন। । ৭১ কেজি ওজনের মাছটি ৯৭০ টাকা কেজি দরে বিক্রয় করা হয়। সেই হেসেবে মাছটির দাম ৬৮ হাজার ৮৭০ টাকা দাম হয়।
মাছটি তোলার সময় নদীর তীরে বিপুলসংখ্যক লোকজন ভিড় জমান। মাছটি কার কাছে বিক্রি করা হয়েছে সেটি না জানা গেলেও স্থানীয় বাজারে বিক্রি করা হয়েছে এবং সেই মাছটি ঢাকায় পাঠানো হবে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এস/আর