খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: বলিউডের ছবি পদ্মাবত প্রদর্শন নিয়ে পরিস্থিতি আরও গরম হয়ে উঠল৷ এবার বিশাল মিছিল থেকে ক্ষত্রিয় সেনার নেতা দিলেন সুপ্রিম কোর্ট ও সংসদ ভবন হামলার হুমকি৷ ওই নেতার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে৷
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, সারা ভারত ক্ষত্রিয় সংগঠনের যুব নেতা প্রকাশ্যে সংসদ ভবন ও সুপ্রিম কোর্টে হামলা চালানোর হুমকি দিচ্ছে৷ এরপরেই তার বিরুদ্ধে দেশদ্রোহ মামলা দায়ের করা হয়৷ জানা গিয়েছে, ওই নেতার নাম ভুবনেশ্বর সিং
মঙ্গলবার পদ্মাবত ছবি প্রদর্শন রুখতে গুজরাতের আমেদাবাদ শহরের মেমনগরের মলে ভাঙচুর চালায় কারনি সেনা৷ উগ্র রাজপুত এই সংগঠনের কর্মীদের রুখতে গুলি চালায় পুলিশ৷ ফলে ছড়িয়েছে আতঙ্ক৷ সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার দেশজুড়ে মুক্তি পাচ্ছে সঞ্জয় লীলা বনশলীর ছবি৷ তারই প্রতিবাদে প্রবল বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন কট্টরপন্থী ক্ষত্রিয় ও রাজপুত সংগঠন৷
চিতোরের রানি পদ্মিনী কে নিয়ে মেগা বাজেটের ছবি ‘পদ্মাবতী’ করেছেন সঞ্জয় লীলা বনসলী৷ ছবি শ্যুটিং থেকেই বিতর্ক ছড়ায়৷ ক্ষত্রিয় সংগঠনগুলি দাবি করে, এই ছবিতে রানি পদ্মিনীর সঙ্গে আলাউদ্দিন খিলজির প্রেমের সম্পর্ক দেখিয়ে রাজপুত জাতিকেই অপমান করা হয়েছে৷ বিতর্ক এমন আকার নেয় যে ছবির নাম পাল্টে ‘পদ্মাবত’ রাখা হয়৷ ছবি মুক্তি পেলে শতাধিক মহিলা প্রকাশ্যে জহরব্রত বা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছে তারা৷
পদ্মাবত ছবি মুক্তি আটকাতে রাজস্থান ও মধ্যপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল৷ সেখানে মুখ পুড়িয়েছে বিজেপি শাসিত দুই রাজ্য৷ সুপ্রিম কোর্টে দীপক মিশ্রের অধীনে থাকা সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, সিবিএফসি ছবি মুক্তির ছাড়পত্র দিয়েছে৷ সেই ছাড়পত্র মেনেই দেশজুড়ে মুক্তি পাবে ‘পদ্মাবত’৷ সিবিএফসির এই ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্তকে কোনওভাবেই বিরোধিতা করবে না সুপ্রিম কোর্ট৷
খবর ২৪ ঘণ্টা.কম/ জন