খবর২৪ঘণ্টা ডেস্ক: পদত্যাগ করা ৪ মন্ত্রীর বিষয়ে আজ (রোববার) রাতেই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। রোববার সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের তিনি একথা বলেন।
চার মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করে কবে নাগাদ প্রজ্ঞাপন জারি করা হবে? জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘চার টেকনোক্র্যাট মন্ত্রীর বিষয়ে আজকে রাতেই খবর পাবেন। খুব বেশি দেরি হবে না, অল্প কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে।’
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, ধর্মবিষয়ক মন্ত্রী মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, এর আগে টেকনোক্র্যাট কোঠায় নিয়োগপ্রাপ্ত চার মন্ত্রী ৬ নভেম্বর পদত্যাগ করেন। ঐদিন তারা মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন।
গেল ৫ নভেম্বর মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে বর্তমান সরকারের মন্ত্রিসভায় থাকা চার টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওই নির্দেশের পর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তারা।
খবর২৪ঘণ্টা, জেএন