নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার দুপুরে তিনি স্থানীয় সরকার মন্ত্রনালয়ে পদত্যাগ পত্র প্রেরণ করেছেন। বিকেলে রাসিকের সভাকক্ষে আয়োজিক সাংবাদিক সম্মেলনে পদত্যাগের কথা জানান তিনি। তিনি রাসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী। বর্তমানে রাজশাহী মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
নগর বিএনপির সভাপতি ও দলের মেয়র প্রার্থী বুলবুল জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার তিনি মনোনয়নপত্র জমা দিবেন।
এর আগে মোসাদ্দেক হোসেন বুলবুল ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে আ’লীগের প্রার্থী খায়রুজ্জামান লিটনকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। এরপর নাশকতাসহ বিভিন্ন মামলার কারণে ২২ মাস বহিস্কার থাকেন। দায়িত্বে থাকলেও দীর্ঘ সময় তিনি মেয়রের দায়িত্ব পালন করতে পারেন নি।
আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। আগামী ১ ও ২ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই। ভোটগ্রহণ ৩০ জুলাই।
খবর২৪ঘণ্টা/এমকে