জাতীয় সংসদ সদস্যপদ থেকে পদত্যাগের জন্য পদত্যাগপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) শেখ ফজলে নূর তাপস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে প্রার্থী হওয়ার পর বাধ্যবাধকতার কারণে তিনি এই পদত্যাগপত্র জমা দেন।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মিডিয়া সমন্বয়ক তারেক শিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যারিস্টার তাপস ঢাকা-১০ আসনের সাংসদ হিসেবে গত তিন সংসদে প্রতিনিধিত্ব করেছেন। তার বড় ভাই শেখ ফজলে শামস গত ২৩ নভেম্বর যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সুত্র: কালের কণ্ঠ