খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: বল বিকৃতি কাণ্ডের জের। পদত্যাগ করতে চলেছেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান। শুক্রবার শেষ হচ্ছে অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট। তার আগেই তিনি ইস্তফা দেবেন বলে জানিয়েছেন লেম্যান। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা নাগাদ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গেই নিজেদের তদন্ত রিপোর্টের ফল ঘোষণা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া বা সিএ–র তদন্তকারী দল।
যদিও অভিযুক্ত প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ বলেছিলেন, কোচ বল বিকতি সম্পর্কে কিছুই জানেন না কিন্তু তাঁকেও জেরা করেছে তদন্তকারী দল। তার ২৪ ঘণ্টার মধ্যেই লেম্যান ইঙ্গিত দেন তিনি পদত্যাগ করবেন দেশের ক্রিকেট দলের কোচের পদ থেকে। সোমবার রাতেই সিএ–র প্রধান জেমস সাদারল্যান্ড দক্ষিণ আফ্রিকা রওনা দেওয়ার আগে বিবৃতি দিয়ে সাফ জানিয়ে দেন, স্মিথ বললেও জেরার হাত থেকে ছাড় পাবেন না লেম্যানও। দক্ষিণ আফ্রিকা পৌঁছে তিনি তদন্তকারী দলের সঙ্গে আলোচনা সারবেন। তারপরই তদন্তের ফল ঘোষণার সম্ভাবনা।
খবর২৪ঘণ্টা.কম/রখ