1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পথচারীর দেহ তল্লাশির নামে টাকা হাতিয়ে নেয়ায় ৪ পুলিশ ক্লোজড - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৪ জানয়ারী ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

পথচারীর দেহ তল্লাশির নামে টাকা হাতিয়ে নেয়ায় ৪ পুলিশ ক্লোজড

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক:বগুড়ায় পথচারীর দেহ তল্লাশির নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ৪ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

তারা হলেন- সারিয়াকান্দি থানার এসআই জাহাঙ্গীর আলম, এএসআই আমিরুল ইসলাম, কনস্টেবল খোকন চন্দ্র ও কনস্টেবল মো. জাহিদুল ইসলাম।

জানা গেছে, সোমবার দুপুরে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী জোড়গাছা ইউপির গনসার পাড়ায় চৈতা নামে এক পথচারীকে আটকে দেহ তল্লাশি করে ছয় হাজার টাকা হাতিয়ে নেন ওই চার পুলিশ সদস্য। এরপর তাদের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় অভিযোগ করেন ভুক্তভোগী।

সারিয়কান্দি থানার ওসি আল আমিন জানান, ওই ব্যক্তির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় চার পুলিশ সদস্যকে বগুড়া পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

বগুড়ার এসপি আলী আশরাফ ভূঞা বলেন, ওই চার পুলিশ সদস্য এক পথচারীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলে শুনেছি। তার কাছে থেকে নাকি টাকাও নিয়েছেন। এ বিষয়ে আমার কাছে অভিযোগ এসেছে। তদন্তে দোষী প্রমানিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।খবর২৪ঘন্টা/এবি

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST