পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : পত্নীতলায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও মহিলা বিষয়ক আধিদপ্তর, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার সমাপ্তি হয়েছে।
সোমবার মা ও শিশু সহায়তা কর্মস‚চির পরিচিতি ও মডিউল-১ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে “যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা” প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পালের সঞ্চালনায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার, পরিকল্পনা কর্মকর্তা খালিদ সাইফুল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক ইসরাক জাহান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সুধীজন প্রমুখ।
বিএ..