পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি ভারতে পাচারের সময় প্রায় ৭শ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে ।
গত বৃহষ্পতিবার রাত আনুঃ সাড়ে ৯টায় ১৪ বিজিবি’র আওতাধীন ধামইরহাট উপজেলার চকিলম সীমান্ত এলাকা থেকে গোলাম কিবরিয়া নামের ঐ স্বর্ণ চোরাকারবারীকে আটক করা হয়।
শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র হেড কোযার্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিং -এ এই তথ্য প্রদান করেন পত্লীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি।
এসময় তিনি জানান ১৪ বিজিবি’র আওতাধীন ধামইরহাট উপজেলার চকিলম সীমান্ত দিয়ে স্বর্ন পাচার হচ্ছ এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুঃ সাড়ে ৯টায় ঐ এলাকায় বিজিবি’র স্পেশাল অপারেশন টীম অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহভাজন ভাবে গোলাম কিবরিয়া মোটর সাইকেল যোগে ধামইরহাট থেকে সীমান্তের দিকে যাচ্ছিল। স্পেশাল অপারেশন টীমের জওয়ানরা তাকে চ্যালেঞ্জ করলে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার শরীরে তল্লাশী চালিয়ে বাঁম পায়ের হাঁটুর নিচে এ্যাঙ্কলেট দিয়ে বিশেষ অভিনব কায়দায় বেঁধে রাখা অবস্থায় ৬টি স্বর্নের বার উদ্ধার করা হয়। নজিপুর জুয়েলারি সমিতি কর্তৃক পরীক্ষা নিরীক্ষা করে জানা গেছে স্বর্নের বারগুলো খাঁটি এবং ২৪ ক্যারেটের। ৬৯৯.৪৮ গ্রাম ওজনের ঐ স্বর্নের বরাতমান বাজার মূল্য ৫৩ লক্ষ ১৩ লক্ষ ২৩১ টাকা।
ধামইরহাট থানায় মামলা দায়েরসহ আসামীকে পুলিশের নিকট হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ন জেলা প্রশাসকের ট্রেজরীতে জমা দেয়া হয়েছে।
অপরদিকে একইদিনে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে পাচার হয়ে আসা প্রসাধনী ও শিশু খাদ্য আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’ সদস্যরা। আটক প্রসাধনী ও শিশু খাদ্যের মূল্য প্রায় ৮ লক্ষ টাকা বলে প্রেস ব্রিফিং থেকে জানা গেছে।
বিএ/