নওগাঁর পত্নীতলায় জাতীয় আদিবাসী উপজেলা শাখার ছাত্র ও যুব পরিষদের আহবায়ক কমিটি গঠন উপলক্ষ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ এপ্রিল) বিকালে পরশ টুডুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পোহান, বাংলাদেশ আওয়ামী লীগ পত্নীতলা উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, আদিবাসী যুব পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি সুজিত পোহান, সাংগঠনিক সম্পাদক তিতাস মোহালী, দপ্তর সম্পাদক শাকিল পোহান, সাবেক সাধারণ সম্পাদক পরিতোষ পোহান, আদিবাসী পরিষদ মান্দক উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক হেমন্ত পাহান, ছাত্র পরিষদ নওগাঁ জলা শাখার সভাপতি মিঠুন পোহান, সাধারণ সম্পাদক চঞ্চল পোহান। আরো উপস্থিত ছিলেন স্বদেশ শিং, হাবিল টুডু, সুকুমার পোহান, নিবারণ কর্মকার সহ আদিবাসী ছাত্র পরিষদ ও যুব পরিষদের সদস্য ও ছাত্র ও যুবগণ উপস্থিত ছিলেন।
পরে নতুন করে কমিটির নাম ঘোষণা করা হয় পলাশ পোহান আহ্ববায়ক, সানিতা মোডী যুগ আহ্বায়ক ও জয়ন্ত পোহানকে সদস্য সচিব কর ২৩ সদস্য ছাত্র পরিষদর কমিটি গঠন করা হয় ও স্বদশ শিং আহ্বায়ক, সুকুমার পাহান যুগ আহ্বায়ক ও শাকিল পাহানকে সদস্য সচিব কর ৭ সদস্য বিশিষ্ট যুব পরিষদের কমিটি গঠন করা হয়।
বিএ/