ঢাকাবৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় কৃষি প্রণোদনা বিতরণ

পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা
মার্চ ২৩, ২০২৩ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর পত্নীতলায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রনোদনা কর্মসুচীর আওতায় রোপা আউশ ও পাট উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে বিনামল্যে বীজ ও সার বিতরণ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরাজের সভাপতিত্বে প্রণোদনা কর্মসুচী হিসাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে সার ও বীজ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, উপজেলা মৎস কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কৃষকবৃন্দ, সুধীজন প্রমুখ।

এসময় উপজেলার ২ হাজার ৬শ ৩৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৭ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।