1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পঞ্চগড় সীমান্তে ২ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ অপরাহ্ন

পঞ্চগড় সীমান্তে ২ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

পঞ্চগড় সীমান্তে ২ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে দুইটি কষ্টি পাথরের মূর্তি ও তিনটি কষ্টি পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত কষ্টি পাথরের আনুমানিক বাজার মূল্য ৩৪ লাখ টাকা।

রোববার (৯ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।

এর আগে, গতকাল শনিবার দিবাগত রাতে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বলরামপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে এসব কষ্টি পাথর উদ্ধার করা হয়।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম জানান, বড়শশী বিওপির কমান্ডার নায়েক সুবেদার রহমতুল কবিবের নেতৃত্বে বিজিবির একটি দল ভারত সীমান্ত মেইন পিলার ৭৭৪ এর ২ সাব পিলারের বাংলাদেশের অভ্যন্তর বলরামপুর গ্রামের একটি সুপারি বাগানে অভিযান চালায়। এসময় তারা ১২ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি বিষ্ণু মূর্তি ও ৯ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বুদ্ধ মূর্তি এবং প্রায় ২৩ কেজি ওজনের তিনটি কষ্টি পাথর উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৪ লাখ টাকা।

এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, উদ্ধার করা কষ্টি পাথরের মূর্তি ও পাথরগুলো প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST