কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রূপা দত্ত। অভিনয় করছেন নিয়মিত। তার তারকাখ্যাতির জন্য হয়েছেন বহুবার খবরের শিরোনাম। তবে এবার এক ঘটনা ঘটালেন তিনি। তা নিয়ে চলছে হইচই। গত শনিবার (১২ মার্চ) কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে পকেটমারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তিনি।
অন্যান্য দিনের মতো ঐদিন সন্ধ্যায় আন্তর্জাতিক বই মেলায় টহল দিচ্ছিল কলকাতা পুলিশ। ঠিক সে সময়ই পুলিশের এক সদস্যের নজরে আসে ডাস্টবিনে একটি ব্যাগ ফেলে চলে যাচ্ছেন রূপা। এতে পুলিশের সন্দেহ হয়। এরপর অভিনেত্রী রূপাকে নানা প্রশ্ন করার পর তার কোন উত্তরই দিতে পারেননি রূপা।
এতে পুলিশের আরও সন্দেহ বাড়ে। এরপর রূপাকে তল্লাশি করার জন্য ডেকে আনা হয় নারী পুলিশ সদস্যদের। আর তখনই রূপার ব্যাগ থেকে বের করা একাধিক মানি ব্যাগ। তাতে অনেক টাকাও রয়েছে। এরপর আর কোন সন্দেহের অবকাশ থাকে না।
রূপাকে নিয়ে যাওয়া হয় বিধান নগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও কোন প্রশ্নেরই উত্তর দিতে পারেননি অভিনেত্রী রূপা। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর তিনি স্বীকার করেন পকেট মারের বিষয়টি।
পুলিশ সূত্রে জানা যায়, রূপা বিভিন্ন হাইপ্রোফাইল অনুষ্ঠান এবং জনবহুল জায়গায় উপস্থিত হয়ে নিয়মিত পকেট মারতেন। তার ব্যাগ থেকে প্রায় ৭৫ হাজার রুপি উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় অবাক পুলিশ প্রশাসন। বর্তমানে বিষয়টির তদন্ত চলছে। প্রাথমিক ধারণা পুলিশের অভিনেত্রী রূপা দত্তের একটি বড় চক্রও রয়েছে। যারা নিয়মিত পকেটমারের সঙ্গে জড়িত।
সূত্র : আনন্দবাজার
বিএ/