খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে তাদের আটক করে পুলিশ ভ্যান ও সিএনজিতে চড়িয়ে নিয়ে যাওয়া হয়।
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে দলটির ‘কালো পতাকা প্রদর্শন’ কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে যাওয়ার পর এই পাঁচজনকে আটক করে নিয়ে যেতে দেখা যায়।
খবর২৪ঘণ্টা.কম/রখ