ডেগু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বিশ্বাস (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিন ছেলে স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।বুধবার
(২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতলে তিনি মারা যান। এর আগে, গত ১৮ নভেম্বর বুধবার ডেগু আক্রান্ত হয় এবং তার রক্তের প্লাটিলেট ৪৪ হাজারে নেমে আসায় উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে নড়াইল থেকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। মেয়রের চাচাতো বোন শাহিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।