1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ন্যাটোর ভয়ঙ্কর মহড়ায় যা থাকছে রুশ সীমান্তে - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জানয়ারী ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

ন্যাটোর ভয়ঙ্কর মহড়ায় যা থাকছে রুশ সীমান্তে

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮

খবর২৪ঘন্টা আর্ন্তজাতিক ডেস্কঃ

রাশিয়া সীমান্তের কাছে নরওয়েতে সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে এটিই ন্যাটোর সবচেয়ে বড় মহড়া বলে আখ্যায়িত করেছেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার থেকে এ মহড়া শুরু হয়েছে। ঠাণ্ডা আবহাওয়ায় বাল্টিক সমুদ্র থেকে আইসল্যান্ড পর্যন্ত বিস্তৃত ‘ট্রাইডেন্ট জাঙ্কচার’ নামের এ মহড়া ৭ নভেম্বর পর্যন্ত চলবে।

ন্যাটোর এই ভয়ঙ্কর মহড়ায় থাকছে একত্রিশটি দেশের প্রায় ৫০ হাজার সৈন্য, ১০ হাজার সামরিক যান ও ২৫০ যুদ্ধবিমান। এদিকে, রাশিয়াও গত মাসে স্নায়ুয্দ্ধু পরবর্তী সবচেয়ে বড় মহড়া করেছিল। তিন লাখ সৈন্যের ওই ‘ভোস্তক-২০১৮’ মহড়ায় ছিল চীন ও মঙ্গোলিয়ার সেনাও। সৈন্য ছাড়াও ছিল ৩৬ হাজার ট্যাঙ্ক ও সাঁজোয়া যান, ৮০ টি যুদ্ধজাহাজ, হাজারের ওপর জঙ্গিবিমান।

ওই মহড়ার পাল্টায় ইউরোপে ন্যাটো এ বড় যুদ্ধমহড়া করছে বলে ধারণা পর্যবেক্ষকদের। মহড়ার শুরুতে মহড়ার নেতৃত্ব দেওয়া মার্কিন অ্যাডমিরাল জেমস ফগো বলেন, আমরা এখন এখানে, উত্তরে, আমাদের সক্ষমতা প্রদর্শনে।

শুরুর দিকে মহড়ায় ৩৫ হাজার সেনার অংশ নেওয়ার কথা থাকলেও পরে এর সঙ্গে আরও সৈন্য ও মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যানকে জুড়ে দেওয়া হয়। মহড়ায় যোগ দিতে গত সপ্তাহে আর্কটিক অঞ্চলে প্রবেশ করে হ্যারি এস ট্রুম্যান, সোভিয়েত পতনের পর এবারই এ পথে কোনো মার্কিন বিমানবাহী রণতরী এলো।সূত্র: রয়টার্স

খবর২৪ঘন্টা / সিহাব

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST