রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার মাঝি আলহাজ্ব মো:আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, নৌকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে। নৌকা এদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে প্রেরণার উৎস।”নৌকার বিজয় হলে দেশ ও জনগণের বিজয় হবে”।
তিনি বলেন, কারণ নৌকা এ দেশের জনগণের সাথে কখনো বেঈমানি করেনি। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির স্বদেশভূমি দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে।
রোববার (২৪ ডিসেম্বর) পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ শেষে সংক্ষিপ্ত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম একরামুল হক, সাংগঠনিক সম্পাদক এড.আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সদস্য গোলাম ফারুক, রবিউল ইসলাম রবি, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সভাপতি মো: আবু সালেহ, শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলী সরদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিম, ইউনিয়ন যুবলীগ সভাপতি সেন্টু, সাধারণ সম্পাদক কামাল মেম্বারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।