ঢাকাশুক্রবার , ৮ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

নৌকার পক্ষ না নেয়ায় আমাকে প্রত্যাহার করা হয়েছে: ওসি

অনলাইন ভার্সন
মার্চ ৮, ২০১৯ ৯:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম:আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে পক্ষপাতিত্বের অভিযোগ এনে নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনির হোসেন ও গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজাকে প্রত্যাহার করা হয়েছে। তবে এ ঘটনায় ওসি সেলিম রেজা বলেন, ‘নৌকার প্রার্থীর পক্ষ না নেয়ায় আমাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার সকালে তাদের দুজনকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আব্দুর রহিম।
আগামী ১০ মার্চ অনুষ্ঠিতব্য প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পক্ষপাতিত্বের অভিযোগ এনে দুই কর্মকর্তাকে প্রত্যাহারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।

জানা গেছে, গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী মো. জাহিদুল ইসলাম তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত পরিপত্র মোতাবেক ইউএনও মোহাম্মদ মনির হোসেন ও রাজশাহী রেঞ্জের ডিআইজি স্বাক্ষরিত পরিপত্রের নির্দেশ মোতাবেক গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজাকে প্রত্যাহার করা হয়েছে।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।