নিজস্ব প্রতিবেদক :
আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে রাজশাহীস্থ বাগমারাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর কাদিরগঞ্জে অবস্থিত শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ আ’লীগ দলীয় মেয়র প্রার্থী এএইচএম এম খায়রুজ্জামান লিটনের সমর্থনে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জজ কোর্টের পিপি এ্যাড. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নগর আ’লীগের সহসভাপতি সাবেব মেয়র পতœী শাহীন আক্তার রেণী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বাগমারাবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, নৌকার বিজয়ের জন্য সবাইকে দোয়া করবেন। রাজশাহী মহানগরীর উন্নয়নে নৌকার বিজয় দরকার। নৌকার জয় হবেই। অপপ্রচারে কান না দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহবুব জামান ভুলু, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক উপপরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল আজিজ, তাহেরপুর পৌর মেয়র ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা বাবুল, যুগ্ম সম্পাদক প্রভাষক মাহবুবুর রহমান, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাহার আলী,
মুক্তিযোদ্ধা বীরেনন্দ্রনাথ সরকার, আব্দুল জব্বার, সুনীল কু-, শ্রীপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, আলমগীর সরকার, অধ্যক্ষ জিয়াউদ্দিন টিপু, অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, অধ্যক্ষ জিয়াউল আলম, ভবানিগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ভবানিগঞ্জ পৌর যুবলীগ সভাপতি ফেরদৌস প্রাং, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, মহিল লীগ নেত্রী নাসিমা আক্তার, অনু, মাহফুজা, এ্যাড. সুমা, যুবলীগ নেতা আজিজুল হক লিটন, তাহেরপুর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম আসাদ, ছাত্রলীগ নেতা জেবাল আহমেদ প্রমূখ।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।