খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নোয়াখালী জেলা শহর মাইজদীতে মালবাহী ট্রাকের চাপায় মো. মহসিন প্রকাশ দিপু (৩২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সোনাপুর-মাইজদী সড়কের হোয়াইট হল কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মহসিন দিপু নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদী গ্রামের ইসলাম হাজী বাড়ীর মৃত শফিক উল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জেলা শহর মাইজদী থেকে মালবাহী একটি ট্রাক সোনাপুরের দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি সোনাপুর-মাইজদী সড়কের হোয়াইট হল কমিউনিটি সেন্টারের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মহসিন দিপুর মৃত্যু হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
খবর২৪ঘণ্টা.কম/নজ