খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নুরুল হক (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।
মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার ধানশালিক বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ধানশালিক ইউনিয়নের গুল্লখালি গ্রামের বাসিন্দা। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মো. হাসান জানান, দুপুরে ধানশালিক বাজারে সিএনজি চালিত একটি অটোরিকশার সঙ্গে মাটি ভর্তি একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার যাত্রী নুরুল ঘটনাস্থলেই মারা যান। এ সময় চালকসহ আরো ছয়জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ