খবর ২৪ঘণ্টা ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চার অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার মিরওয়ারিশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, ঢাকা থেকে মাইজদীগামী হিমাচল পরিবহনের বাসের সঙ্গে বেগমগঞ্জ থেকে সোনামুড়াইগামী একটি অটোরিকশার সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। ওসি বলেন, নিহতদের মধ্যে দুই নারী ও বাকিরা পুরুষ তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। আহতদের মধ্যে একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই