খবর ২৪ ঘণ্টা ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাদকবিক্রেতার দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার হাজিপুর ইউনিয়নের কালামিয়ার পুল এলাকায় সম্রাট ও সুমন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
শাহাদাত উপজেলার হাজিপুর গ্রামের খালাসি বাড়ি চৌধুরীর মিয়ার ছেলে। তিনি সুমন গ্রুপের সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদক বিক্রি নিয়ে সম্রাট ও সুমনের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে সুমন গ্রুপের সদস্য শাহাদাত বিরোধ সমাধান করতে গেলে উভয় গ্রুপের মধ্যে পুনরায় বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শাহাদাত গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
খবর২৪ঘণ্টা, জেএন