খবর২৪ঘণ্টা ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শাহাদাত হোসেন স্বপন নামে এক ডাকাত নিহত হয়েছে।
নিহত ডাকাত শাহাদাত হোসেন বামনীর রামপুর গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে।
আজ সোমবার ভোরে তাকে গ্রেফতার করতে যাবার পর আসামিপক্ষের সঙ্গে পুলিশের গোলাগুলিতে সে গুলিবিদ্ধ হয়ে আহত হয় বলে জানায় পুলিশ। এরপর আহতাবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পুলিশ জানায়, নিহত ডাকাত শাহাদাত হোসেন স্বপন একাধিক মামলার আসামি।
তার লাশ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রাখা আছে বলেও জানায় পুলিশ।
এমকে