খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে ফখরুল ইসলাম পলাশ (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও ১৫পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার ভোরে সেনবাগ কলেজ গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফখরুল ইসলাম পলাশ উপজেলার বীজবাগ ইউনিয়নের রফিক উল্যার ছকিদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলেজ গেইট এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী পলাশকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক করা হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় পলাশের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ