খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে ঢাকাগামী নৈশকোচ রয়্যাল এক্সপ্রেস পরিবহনের ধাক্কায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফখরুল মোহাম্মদ জিহাদ ৬ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রয়্যাল পরিবহনের একটি বাস আজ সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা নসিমন, করিমন চালকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় আহত হন আরো কয়েকজন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরো তিন জনের মৃত্যু হয়। এ ছাড়া আহত ব্যক্তিদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে তারাও মারা যান।’
খবর২৪ঘন্টা/নই