বিনোদন,ডেস্ক: চেনা কোনো প্রিয় সুর প্রিয়জনকে মনে করিয়ে দিতে যথেষ্ট। আর সেই সুরে কেঁদে একাকার হয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তাঁর মন ভালো করতে এগিয়ে এলেন গায়ক ও উপস্থাপক আদিত্য নারায়ণ।
সেই সঙ্গে আচমকাই দিলেন একটি ঘোষণা। ভারতীয় দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে জানা যায়, ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ এর একাদশতম আসরের বিচারক হিসেবে উপস্থিত আছেন নেহা। সম্প্রতি একটি পর্বে জনপ্রিয় ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর ‘চন্না মেরেয়া’ গানটি গাইতে শুরু করেন এক প্রতিযোগী।
ওই প্রতিযোগীর গান শেষ হওয়ার পর, মাইক্রোফোন হাতে নিয়ে ওই একই গান গাইতে শুরু করে দেন নেহা। শুধু তাই নয়।
সঙ্গে এও জানান, গানটি তিনি তাঁর প্রাক্তনের জন্য গাইছেন। গান গাইতে গাইতেই অশ্রুসজল হয়ে ওঠেন তিনি। আর এই দৃশ্য দেখেই মন খারাপ হয়ে যায় অনুষ্ঠানে উপস্থিত বিচারকদের। এর পরই গায়িকার মন ভালো করতে নেমে পড়েন বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের ছেলে আদিত্য।
নেহা কক্করকে কোলে তুলে নেন তিনি। সঙ্গে শুরু করেন গান ‘মুঝসে শাদি করোগি’। তাঁর এমন কাণ্ডে হেসে ওঠেন নেহা। মুখে হাসি ফুটে উঠে বিচারকদের মুখেও। তবে গল্প এখানেই শেষ নয়। মজার ছলেই আদিত্য ঘোষণা করেন, নেহাকে বিয়ে করে তবেই বাড়ি ফিরবেন।
আইডলের মঞ্চে এবারই প্রথম নয়। কিছুদিন আগে নেহা কক্করকে মঞ্চে জড়িয়ে ধরে চুমু খান এক প্রতিযোগী। অডিশনে এক ব্যক্তি অনেক উপহার নিয়ে মঞ্চে প্রবেশ করেন।
রাজস্থানি পোশাকে ছিলেন তিনি। মাথায় পরেছিলেন পাগড়ি। নেহাকে তিনি জিজ্ঞাসা করেন, ‘চিনতে পারছেন?’ প্রথমে চিনতে না পারলেও পরে ওই ব্যক্তিকে চিনতে পারেন নেহা। সঙ্গে সঙ্গে উপহারগুলো নেন ও তাঁকে আলিঙ্গন করেন। তখনই ঘটে যায় ঘটনাটি। নেহার গালে চুম্বন করেন ওই ব্যক্তি।
বলিউড সংগীতশিল্পীদের মধ্য অন্যতম জনপ্রিয় নেহা কক্কর। ‘মানালি ট্র্যান্স’, ‘কালা চশমা’, ‘কর গ্যায়ি চুল’, ‘লন্ডন ঠমকড়া’ ধাতিং নাচ’, ‘দিলবার’ ‘আঁখ মারে’ কোকা-কোলা ও সাকি সাকি’সহ অসংখ্য চার্টবাস্টার রয়েছে এ শিল্পীর।
এমকে