পাবনা ব্যুরো: নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) পিচরেট মিটার পাঠক ও বিদ্যুৎ বিল বিতরণকারী কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণের দাবীতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নেসকো’র পাবনা কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি ও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেন কর্মচারীরা।
এ সময় পিচরেট কর্মচারী ঐক্য পরিষদ পাবনার সভাপতি আনোয়ার হোসেনসহ আব্দুল সালাম, নজরুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা চাকুরি স্থায়ীকরণের দাবীতে যাতায়াত ভাতা বৃদ্ধি, নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকুরি যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন শূন্য পদে স্থায়ীকরণে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষনা দেন পিচরেট মিটার পাঠক ও বিল বিতরণকারী ঐক্য পরিষদ।
খবর২৪ঘন্টা/নই