রাবি প্রতিনিধিঃ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দূর্ঘটনায় নিহত ভূমি মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ও বিশ্ববিদ্যালয় হাসান ইমামসহ নিহতদের স্বরণে শোকর্যালী করেছে পঞ্চগড় জেলা সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজ বুধবার সকাল ১১ টার দিকে শোক র্যালী শেষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে নিহতদের স্বরণে ১ মিনিট নীরবতা পালন শেষে সংহ্মিপ্ত সমাবেশ করেন তারা।
সংহ্মিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান, ইতিহাস বিভাগের অধ্যাপক শেহের উজ্জমান, জেনেটিক্স বিভাগের অধ্যাপক অনীল চন্দ্র দেব এবং ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান সহ অন্যান্যরা।
খবর২৪ঘণ্টা.কম/রখ