খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ভারতের কাছে ওয়ান ডে সিরিজে প্রোটিয়াদের পর্যুদস্ত হওয়ার পর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ৷
ওয়ান ডে সিরিজে ডুপ্লেসির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচে লড়াই করলেও সিরিজের বাকি পাঁচ ম্যাচে মার্করামের অধিনায়কত্বে সেভাবে দাপট দেখাতে পারেনি রাবাদা-মর্কেলরা৷
চোটের কারণে প্রথম ম্যাচের পরই সিরিজ থেকে ছিটকে যান ডুপ্লেসি৷ তাঁর পরিবর্তেই নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় নবাগত মার্করামের উপর৷ দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের সেই সিদ্ধান্তকে মানতে পারছেন না প্রোটিয়া কিংবদন্তি স্মিথ৷ ১-৫ সিরিজ হারে দক্ষিণ আফ্রিকা৷
২০০৩ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ২২ বছর বয়সে প্রোটিয়া দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন স্মিথ৷ তুলনায় মার্করাম সেই দায়িত্ব পেয়েছেন ২৩ বছর বয়সে৷
তবে স্মিথের মত, ‘এখনই ওর উপর অধিনায়কত্বের দায়িত্ব দেওয়াটা উচিত হয়নি৷’ নেতৃত্ব দেওয়ার আগে মাত্র ২টি ওয়ান ডে ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল মার্করামের৷ সঙ্গে স্মিথ এটাও মানছেন, আরও বেশি ওয়ান ডে ম্যাচ খেললে অভিজ্ঞতা বাড়বে মার্করামের৷
শেষ পাঁচ ইনিংস মিলিয়ে প্রোটিয়াদের স্টপগ্যাপ অধিনায়ক মার্করামের সংগ্রহ ১২৭ রান(৮,৩২,২২,৩২,২৪)৷
স্মিথ আরও জানিয়েছেন, ‘ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের মাঝপথে চোট সাড়িয়ে এবিডি যখন দলে ফিরল তখন ওরই উচিত ছিল নেতৃত্বে ফিরে আসা৷’
খবর২৪ঘণ্টা.কম/রখ