খবর২৪ঘন্টা বিনোদন ডেস্ক: বিভিন্ন অনুষ্ঠানে নাচের জন্য প্রশংসা-সুনাম আগেও কুড়িয়েছেন শ্রীদেবীকন্যা জানভি কাপুর। এবার নেচে নানা মহলের নজর কাড়লেন তিনি। হ্যাঁ, জানভির একটি নাচের ভিডিও ভাইরাল হল সামাজিক যোগাযোগমাধ্যমে।
১৯৬৫ সালের ‘গাইড’ সিনেমার ‘পিয়া তোসে ন্যায়না লাগে’ শিরোনামের বিখ্যাত গানের তালে নেচে খবরের শিরোনামেও ভেসে বেড়াচ্ছেন জানভি।
ভিডিওতে আকাশী রঙের আনারকলি পরে নাচতে দেখা যায় শ্রীদেবীকন্যা’কে। সেই ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ হওয়ার পরপরই তা ভাইরাল হয়ে যায়। শুধু তাই নয়, ওয়াহিদা রহমানের সিনেমার গানে জানভিকে নাচতে দেখে তার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে বলে মন্তব্য করতে শুরু করেন অনেকে। এমনকি, শ্রীদেবী যেমন সুন্দরভাবে ক্লাসিক্যাল ড্যান্সকে উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন, জানভিও সেই দিকেই এগোচ্ছেন বলে মন্তব্য করেন অনেকে।
সম্প্রতি শ্রীদেবীর মৃত্যুবার্ষিকীতে আবেগপ্লুত হয়ে পড়েন জানভি। প্রতিদিন মায়ের অভাব তিনি অনুভব করেন বলে মন্তব্য করেন তিনি।
বর্তমানে গুঞ্জন সাক্সেনার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন জানভি । ‘ধড়ক’ দিয়ে বলিউডে পা রাখার পর বর্তমানে বায়োপিক নিয়ে ব্যস্ত তিনি। এছাড়া করণ জোহরের ‘তখত’ সিনেমায়ও দেখা যাবে শ্রীদেবী কন্যাকে।
খবর২৪ঘন্টা/নই