খবর২৪ঘণ্টা, ডেস্ক: লিভারপুল ম্যাচের প্রস্তুতিটা দারুণ হল পিএসজি’র৷ দুই তারকা খেলোয়াড় নেইমার ও এমবাপেকে ছাড়ায় লিগ ওয়ানে সাঁজা এতিয়েনেকে ৪-০ হারাল কাভানি-দি’মারিয়ারা৷
পরের সপ্তাহেই লিভারপুলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করছে পিএসজি৷ এ কথা মাথা রেখে শুক্রবারের ম্যাচে নেইমারকে বিশ্রাম দিয়েছে ফ্রান্সের এই তারকাখচিত দলটি৷ দু’দিন আগেই ব্রাজিলের হয়ে মার্কিন মুলুকে ফ্রেন্ডলি ম্যাচ খেলে দলের সঙ্গে যোগ দেওয়া নেইমারেক বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেন কোচ টমাস টুচেল৷ এছড়াও নির্বাসনের জন্য মাঠে নামতে পারেননি ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য এমবাপে৷ যদিও জয় পেতে অসুবিধা হয়নি পিএসজি’র৷ সেই সঙ্গে টানা পাঁচ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখল নেইমারদের ক্লাব৷
দুই তারকা খেলোয়াড় না-থাকায় তরুণ জুলিয়ান ড্র্যাক্সলারকে দিয়ে ম্যাচ শুরু করান কোচ৷ ম্যাচের প্রথমার্ধেই হেডে গোল করে দলকে এগিয়ে দন জার্মান ফুটবলার৷ ২২ মিনিটে মার্কো ভেরাতির লং পাশ থেকে গোল করেন জুলিয়ান৷ দ্বিতীয়ার্ধের কিছুক্ষণের মধ্যে ব্যবধান বাড়ান কাভিনি৷ ৫১ মিনিটে কাভানির গোলে ব্যবধান ২-০ করে পিএসজি৷ মরশুমে এটি তৃতীয় গোল উরুগুয়ে ফরোয়ার্ডের৷ ম্যাচের তৃতীয় গোলটি আসে দি’ মারিয়ার পা থেকে৷ বাঁ-পায়ে তাঁর জোরাল শট ৩-০ করে পিএসজি৷ চতুর্থ গোলটি আসে ম্যাচের শেষ দিকে৷ ৮৪ মিনিটে ক্লাবের হয়ে প্রথম গোলটি করেন পরিবর্তিত হিসেবে এদিন মাঠে নামা মৌসা দিয়াবি৷
খবর২৪ঘণ্টা,কম/জন