খবর ২৪ ঘণ্টা ডেস্ক: তুরস্কের বোদরুম শহরে বুধবার রাতে জাঁকজমক আয়োজনে বিয়ে করলেন কলকাতার নায়িকা ও সাংসদ নুসরাত জাহান। ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশের মাধ্যমে সেই খবর জানালেন তিনি।
এ ছাড়া চার হাত এক হওয়ার একটি ছবি দিয়েছেন নুসরাত।
টলিউডের এটাই প্রথম ডেস্টিনেশন ওয়েডিং। তাই সবার আগ্রহ ছিল বেশি। সোশ্যাল মিডিয়ায় ছবি আসতে না আসতেই ভাইরাল হয় নুসরাতের লাল লেহেঙ্গায় বিবাহিত লুক।
সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গায় বেশ দেখাচ্ছিল অভিনেত্রীকে। একই ডিজাইনারের বানানো সাদা শেরওয়ানি পরেছেন বর নিখিল জৈন।
বোদরুমের সিক্স সেন্সেস কাপালায়াঙ্কায় বসেছিল বিয়ের আসর। সেখানে ১৫ তারিখ রাতেই উড়ে গিয়েছিলেন নব দম্পতি।
মঙ্গলবার সন্ধ্যায় ধুমধাম করে মেহেদি হয়। বোহিমিয়ান থিমে সাজানো হয়েছিল অনুষ্ঠানস্থল। এর আগে হয় ইয়ট পার্টি ও সংগীত। বৃহস্পতিবার রাতে থাকছে হোয়াইট ওয়েডিং ফরমাল।
বর নিখিল এমপি বিড়লা ফাউন্ডেশনে পড়াশোনার পর যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টের কোর্স করেছেন। একটি ইভেন্টে নুসরাতের সঙ্গে আলাপ হয় তার। সেই সূত্রে প্রেম ও বিয়ে।
শোনা যাচ্ছে, এলাহি আয়োজনে রীতিমতো নিয়ম মেনে বিয়ে করলেন নিখিল-নুসরাত। প্রত্যেক অতিথির ঘরে রয়েছে এনজে লোগো। ২৫ জুন ভারতে দেশে ফিরে আইনী মতে বিয়ে করবেন তারা। এরপর বিবাহোত্তর সংবর্ধনা ও হানিমুন।
খবর২৪ঘণ্টা, জেএন