1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নীলফামারীতে স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

নীলফামারীতে স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯

নীলফামারীর সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়নের বালাপাড়ায় স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের বালাপাড়া এলাকায় বসবাসরত স্বামী-স্ত্রী ও একজন কর্মচারী ছিলেন গরু ও ভেড়া দেখাশুনার জন্য। বাড়িটি ফাঁকা জায়গায় অবস্থিত। গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে স্বামী নজরুল ইসলাম (৫৫) ও পরে স্ত্রী সালমা খাতুনকে (৪৫) গলাকেটে হত্যা করে। এ সময় কর্মচারী আব্দুর রাজ্জাক (৩৮) এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রবিবার সকালে সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি ও আলামত সংগ্রহ করার পর নিহতের ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হবে বলে জানান সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST