খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় মর্জিনা বেগম (৩৪) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। রবিবার দিবাগত গভীর রাতে সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মর্জিনা রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার আলমপুরইউনিয়নের দোয়ালীপাড়ার নিয়ামুল হকের স্ত্রী। সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে একটি ফ্যাক্টরিতে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্যাক্টরিতে কাজ শেষে ভ্যানচালক স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন মর্জিনা। চিকলী বাজারে ঢাকাগামী একটি নৈশ পরিবহন ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল আজিজ।
খবর২৪ঘণ্টা.কম/রখ