নওগাঁ জেলার নিয়ামতপুরে ১ টি বিদেশী রিভলবার ও ৫ টি শুটারগানসহ দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার হামিদপাড়া গ্রামের আফাজের ছেলে শিশির (২০) ও একই উপজেলার শেখপাড়া গ্রামের কিবরিয়া রাজুর ছেলে হৃদয় (২৭)।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ২২ আগস্ট সন্ধ্যার পরে গোপন তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন আড্ডা বাজারের পূর্ব পাশে অভিযান চালিয়ে ১টি বিদেশী রিভলবার, ৫টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলিসহ দুই জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী হৃদয় ও শিশিরকে আটক
করে। অস্ত্রগুলো তারা চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে কিনে অটোরিক্সায় করে নওগাঁ নিয়ে যাচ্ছিল এবং পরবর্তীতে অস্ত্রগুলো ট্রাকে করে নওগাঁ থেকে বগুড়ায় নিয়ে যাওয়া হতো। সাম্প্রতিককালে উত্তরবঙ্গে এটিই অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান আটক করা হয়েছে। এরা এলাকার চিহ্নিত শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। এদের গ্রেপ্তারের মাধ্যমে অস্ত্র অভিযানের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। এই ধরনের অপারেশনের মাধ্যমে র্যাব-৫, রাজশাহী এর ভূমিকা সর্বমহলে ব্যাপক ভাবে প্রশংসিত হয়েছে।
এদিকে, এ নিয়ে সোমবার সকালে রাজশাহী র্যাব-৫ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অস্ত্র উদ্ধার ও অস্ত্র ব্যবসায়ীদের আটক নিয়ে বক্তব্য রাখেন র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান তালুকদার। এ সময় র্যাবের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এস/আর