সড়ক দুর্ঘটনায় নিহত কনস্টবলের স্ত্রীকে চাকুরীর ব্যবস্থা করে দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। নিহত কনস্টবলের নাম কামাল পারভেজ। তিনি গত ২০২০ সালের ২২ মার্চ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে ২৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরিবারের উপার্জনক্ষম একমাত্র সদস্যকে হারিয়ে তার স্ত্রী-শিশু সন্তান ও পরিবার নিয়ে এই বৈশ্বিক মহামারিতে চরম সংকটের মধ্যে পড়েন। মানবিক বিপর্যয় নেমে আসে তার উপর। তার এই অসহায়ত্বের কথা জেনে আরএমপি’র পুলিশ কমিশনার কামাল পারভেজের স্ত্রী-সন্তানের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেন। আপদকালীন সংকট মোকাবেলার জন্য আর্থিক অনুদান প্রদান করেন। পুলিশ
কমিশনার তার কনস্টবল কামাল পারভেজের স্ত্রী মাহফুজা খাতুনের যোগত্যানুযায়ী চাকুরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আহবান জানান। তার আহবানে আল-আকসা ডেভেলপার্স (প্রাঃ) লিঃ মৃত কনস্টবল কামাল পারভেজের স্ত্রী মাহফুজা খাতুনকে তাদের কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেইনী পদে চাকুরি প্রদানে আগ্রহ প্রকাশ করেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ কমিশনার আল-আকসা ডেভেলপার্স (প্রাঃ) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী মৃত কনস্টবল কামাল পারভেজের স্ত্রী মাহফুজা খাতুনকে আল-আকসা ডেভেলপার্স (প্রাঃ) লিঃ কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেইনী পদে চাকুরির নিয়োগ পত্র প্রদান করেন।
এস/আর