নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৫টায় নির্বাচনের ভোটগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে দলীয় মহানগর কার্যালয়ে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য এসএম কামাল, রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মীর ইকবাল, জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।
খবর ২৪ ঘন্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।