1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নির্বাচন থেকে জাতীয় পার্টির সরে দাঁড়ানোর শঙ্কা আছে - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন

নির্বাচন থেকে জাতীয় পার্টির সরে দাঁড়ানোর শঙ্কা আছে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে এমন শঙ্কা আছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট দফতরবিষয়ক উপকমিটির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যেতে পা‌রে- এমন আশঙ্কা আছে। আমাদের দলের অনেকেই এমন আশঙ্কা করেন। আবার জনগণের মধ্যেও এটা নিয়ে শঙ্কা আছে। ডেমোক্রেসিতে অনেক কিছু সম্ভব।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির সঙ্গে জোট করে নাকি তাদের বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করবে, তার সিদ্ধান্ত এখনও হয়নি। তবে দলের স্বতন্ত্র প্রার্থী যারা আছেন, তারা থাকবেন। স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে দলের আগের সিদ্ধান্তই বহাল।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রওশন এরশাদ বিরোধীদলের নেতা। তিনি তার দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কী বললেন, তা আওয়ামী লীগের বিষয় না। তবে জাতীয় পার্টির সঙ্গে অ্যালায়েন্স থাকবে না- এমন কোনো সিদ্ধান্ত আওয়ামী লীগ সভাপতি জানাননি।

আওয়ামী লীগের দফতর থেকে তথ্য ফাঁস হয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দফতরের সদস্য সংখ্যা বাড়িয়ে লাভ নেই। দফতরের গোপনীয়তা রক্ষা করতে হবে। অনেকেই দফতরের কাগজ নিয়ে ফেসবুকে দিয়ে দেন, এতে গোপনীয়তা নষ্ট হয়। এখানে যে থাকবে তার বিশ্বাসযোগ্যতা থাকতে হবে।

এ সময় নির্বাচন কমিশনকে নির্বাচনবিরোধী যেকোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ারও আহ্বান জানান ওবায়দুল কাদের। পাশাপাশি দলের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST