1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নির্বাচনে সহিংসতা বর্জন করতে হবে: রবার্ট মিলার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৮ জানয়ারী ২০২৫, ০১:১ পূর্বাহ্ন

নির্বাচনে সহিংসতা বর্জন করতে হবে: রবার্ট মিলার

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮

খবর২৪ঘণ্টা, ডেস্ক: নির্বাচনী প্রক্রিয়া ঠিক রাখতে হলে সব পক্ষকে সহিংসতা বর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত রবার্ট মিলার।

বুধবার রাজধানীর এক অভিজাত হোটেলে ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

মিলার বলেন, সহিংসতামুক্ত নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের৷

গতকাল বিএনপির সঙ্গে বৈঠকের পর যে বক্তব্য তিনি দিয়েছিলেন আজকেও একই বক্তব্য বলে জানান মিলার৷

বৈঠক শেষে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের বলেন, আজকে মূলত সেরকম আনুষ্ঠানিক বৈঠক ছিলো না। আমরা এবার নির্বাচনে যাচ্ছি, ইশতেহার ঘোষণা করেছি। তা ছিলো বাংলায়। তা আমরা বিদেশি কূটনৈতিকদের দিয়েছি এবং ইশতেহারের মূল বিষয়, আমরা কী করতে চাই তা তাদেরকে জানিয়েছি।

এছাড়াও আমরা কিভাবে বাধার মুখোমুখি হচ্ছি, হামলা, মামলা ও গ্রেপ্তারের শিকার হচ্ছি তা জানিয়েছি।

রিপন বলেন, আপনারা জানেন তারা নারীর ক্ষমতায়ন বিষয়ে খুব সিরিয়াস৷ আর আমাদের যে কয়েকজন নারী প্রার্থী ছিলো তারা সবাই সম্প্রতি আক্রমণের শিকার হয়েছেন। এসব বিষয়ে আমরা তাদেরকে অবহিত করেছি।

কূটনৈতিকদের বক্তব্য কী ছিলো জানতে চাইলে রিপন বলেন, বিদেশি কূটনীতিকরা সাধারণ শুনেন, বুঝেন কিন্তু তারা কোনো মন্তব্য করেন না।

এসময় বিদেশি কূটনীতিকদের কাছে বিএনপি এবং ঐক্যফ্রন্টের ইশতেহার দেয়া হয় বলেও জানান রিপন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলারসহ যুক্তরাজ্য, চীন, জাপান, কানাডা, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, ইউরোপিয়ান ইউনিয়ন ইন্দোনেশিয়াসহ ৩৫টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন বলে জানান আসাদুজ্জামান রিপন।

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST