1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন মানেই জনমতের সংখ্যাগরিষ্ঠতা নয় : প্রণব মুখার্জি - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ০:২০ অপরাহ্ন

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন মানেই জনমতের সংখ্যাগরিষ্ঠতা নয় : প্রণব মুখার্জি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে গোটা ভারতে যখন তোলপাড় চলছে, তখন তাৎপর্যপূর্ণ এক মন্তব্য করলেন দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি গতকাল সোমবার বলেন, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কেউ স্থায়ী সরকার গঠন করতে পারে। কিন্তু তার মানেই যে সংখ্যাগরিষ্ঠ মানুষের মত তার পক্ষে রয়েছে, এমন নয়। তাই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন মানেই সংখ্যাগরিষ্ঠের সরকার নয়। এটাই আমাদের সংসদীয় গণতন্ত্রের মূল কথা।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল সোমবরার প্রধান বক্তা ছিলেন প্রণব মুখোপাধ্যায়। বাজপেয়ীর স্মৃতিচারণা করার পাশাপাশি সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যত নিয়েও

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সরকার কেন সংখ্যাগরিষ্ঠ জনগণের সরকার নয়, তা ব্যাখ্যাও করেন ভারতের এই সাবেক রাষ্ট্রপতি। প্রণব মুখোপাধ্যায় বলেন, ভারতে কখনোই কোনো দল বা ব্যক্তি ৫১ শতাংশ ভোটারের ভোট পেয়ে ক্ষমতায় আসেনি। ১৯৫২ সাল থেকে ২০১৯ পর্যন্ত কখনোই এমন নজির নেই। পণ্ডিত জওহরলাল নেহরু ১৯৫৭ সালে ৪৮০টি আসনের মধ্যে ৩৭১টি আসনে জিতে সরকার গড়েছিলেন। কিন্তু তিনি ৪৭.৭৮ শতাংশ ভোট পেয়েছিলেন। ১৯৮৪ সালের নির্বাচনে রাজীব গান্ধী ৫১৪টি আসনের মধ্যে ৪০৪টি আসনে জিতলেও ৫১ শতাংশ ভোট তিনিও পাননি।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রসঙ্গ অবশ্য প্রণব মুখোপাধ্যায় তোলেননি। গত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির দল বিজেপি তিনশর বেশি আসনে জিতলেও ৩৮ শতাংশ ভোট পেয়েছে।

প্রণব মুখোপাধ্যায় বলেন, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের অর্থ হলো জনগণ কোনো দলকে দেশ শাসনের সুযোগ দিচ্ছে ঠিকই, কিন্তু এটাও বুঝিয়ে দিচ্ছে ওই সরকারকে সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। প্রণব মুখোপাধ্যায় আরো বলেন, যতবার ভারতের সরকার এই ব্যাপারটি মেনে চলেনি, ততবারই সে দেশের মানুষ তাদের শাস্তি দিয়েছে। দুর্ভাগ্যের বিষয় হল এর পরেও রাজনীতিকরা অনেকেই শিক্ষা নেননি। তাঁরা মনে করেন, মানুষ যখন তাঁদের সরকার গঠন করার অধিকার দিয়েছে, তখন তাঁরা যা ইচ্ছা তাই করতে পারেন। কিন্তু বাস্তবতা কিন্তু তা নয়।

প্রণব মুখোপাধ্যায়ের এমন মন্তব্য ভারতের ক্ষমতাসীন সরকার ও দলের প্রতি বলেই অনেকে মনে করছেন।
প্রণববাবু মুখোপাধ্যায় এদিন আরো বলেন, ভারতের মানুষ দীর্ঘসময় ধরে ধর্মান্ধতা মেনে নেয় না।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST