খবর ২৪ঘণ্টা ডেস্ক: একাদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৫ জন প্রার্থীর প্রার্থিতা চ্যালেঞ্জের রিটে রুল জারি করেছেন হাইকোর্ট। তাদের প্রার্থিতা বহাল রাখার নির্বাচন কমিশনের গত ২৪শে ডিসেম্বরের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে ৪ সপ্তাহের রুল জারি করা হয়েছে।
বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ আজ শুনানী শেষে এ আদেশ দেন। এই আদেশের ফলে জামায়াতে ইসলামীর প্রার্থীদের নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে আর কোন আইনগত বাধা থাকলো না।
আদালতে জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমির এবং নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ড. ইয়াসিন খান।
এর আগে গতকাল বুধবার ১টি সম্পূরক আবেদনে জামায়াতে ইসলামীর ২৫ প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়।
খবর ২৪ঘণ্টা/ নই