খবর২৪ঘণ্টা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নির্বাচনের সময় নিজেদের প্রচারের চেয়ে, গুরুত্ব দিয়েছিলো আওয়ামী লীগের দুর্নাম করতে। এ জন্য দেশের মানুষ তাদের বর্জন করেছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় জার্মানির মিউনিখে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
টানা তৃতীয় মেয়াদে সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের পর, দেড় মাসের মাথায় প্রথমবারের মতো বিদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন জার্মানির মিউনিখে।
নিরাপত্তা সংক্রান্ত বিশ্বের থিঙ্কট্যাঙ্ক খ্যাত ফোরাম-মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নিতে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে তিনি জার্মানিতে পৌঁছান। সন্ধ্যায় মিউনিখের শেরাটন হোটেলে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় অংশ নেন সরকার প্রধান শেখ হাসিনা।
চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান ইউরোপে বসবাসরত বাংলাদেশিরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে নিজেদের কারণেই ভরাডুবি হয়েছে বিএনপির।
প্রধানমন্ত্রী বলেন, তাদের প্রচারণায় সব থেকে বেশি স্থান পেয়েছিলো আওয়ামী লীগের বিরুদ্ধে গীবত গাওয়া, আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করা। কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তাদের উন্নয়নে য কাজগুলো করেছে মানুষই তার ফল ভোগ করেছে। এখন তারা নানা ধরনের কথা প্রচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। আর পেছনে রয়েছে জামাত-বিএনপিসহ ঐক্যফ্রন্ট।
দেশের উন্নয়নে অবিরত কাজ করে যাওয়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে দেয়া সব নির্বাচনী ওয়াদা পূরণ করা হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণ আমার ওপর বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছে, একটানা তৃতীয় বারের মতো সরকারে এসেছি, এভাবে আসাটা একটু কঠিন, তবু মানুষের আস্থা-বিশ্বাসের কারণে এসেছি, তাই মানুষের জন্য এটাই আমার লক্ষ্য।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়াসহ শুক্রবার প্রধানমন্ত্রী অংশ নেবেন বেশ কয়েকটি দ্বি-পক্ষীয় বৈঠকে।
খবর২৪ঘণ্টা, জেএন