খবর২৪ঘণ্টা ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে প্রার্থিতা ফিরে পেতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা তিনটি রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্টের তৃতীয় বেঞ্চ। ফলে প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের আদেশই বহাল থাকলে। একই সঙ্গে খালেদা জিয়া আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না।
আজ মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বে হাইকোর্টের একক বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত ১২ই ডিসেম্বর এই রিটে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।
খবর২৪ঘণ্টা, জেএন