খবর২৪ঘণ্টা ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিন আগে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম আজ এই কথা জানিয়েছেন। বলেন, ভোটগ্রহণের দুদিন পর ১ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন থাকবে। সূত্র: দ্য ডেইলি স্টার
খবর২৪ঘণ্টা, জেএন